Bangla Mixed Album
মৌসুমি | Moushumi - Feedback | Lyrics
Song: Moushumi
Band: Feedback
Album: Ullash
ফিরে এসো এই অন্তরে
ফিরে এসো এই বন্দরে, পথ ধরে
তুলনাহীনা বান্ধবী
যেওনাকো তুমি ঐ দূরে
ব্যথা জাগে এই মন জুড়ে
হতে চাই গিয়ে তোমার গীতি কবি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি
তুমি আছো প্রান স্পন্দনে
তুমি আছো হাসি ক্রন্দনে
অপরাজিতা নন্দিনী
চেয়ে দেখ তুমি ঐ চোখে
তুমি আছো সুখ আর দুঃখে
এঁকে যাই শুধু তোমার মুখছবি
Posted: Friday, December 15, 2017
Band: Feedback
Album: Ullash
ফিরে এসো এই অন্তরে
ফিরে এসো এই বন্দরে, পথ ধরে
তুলনাহীনা বান্ধবী
যেওনাকো তুমি ঐ দূরে
ব্যথা জাগে এই মন জুড়ে
হতে চাই গিয়ে তোমার গীতি কবি
মৌসুমী কারে ভালোবাসো তুমি
মৌসুমী বলো কারে খোঁজ তুমি
মৌসুমী আছি একা এই আমি
ভুলে অভিমান হও সঙ্গীনি
তুমি আছো প্রান স্পন্দনে
তুমি আছো হাসি ক্রন্দনে
অপরাজিতা নন্দিনী
চেয়ে দেখ তুমি ঐ চোখে
তুমি আছো সুখ আর দুঃখে
এঁকে যাই শুধু তোমার মুখছবি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)