Best Bangla Collection

হয়তো তোমারই জন্য | Hoyto Tomari Jonne | Lyrics

হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই

যদি কখনও একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই

আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত
আমি যে নিজেই মত্ত
জানিনা তোমার শর্ত

যদি বা ঘটে অনর্থ
তবুও তোমায় চাই
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই

আহা...

আমি যে দুরন্ত
দু'চোখে অনন্ত
ঝড়ের দিগন্ত
জুড়েই স্বপ্ন ছড়াই

তুমি তো বলনি মন্দ
তবু কেনো প্রতিবন্ধ
তুমি তো বলনি মন্দ
তবু কেনো প্রতিবন্ধ

রেখও না মনের দ্বন্দ্ব
সব ছেড়ে চলো যাই
হয়তো তোমারই জন্য
হয়েছি প্রেমে যে বন্য
জানি তুমি অনন্য
আশার হাত বাড়াই

যদি কখনো একান্তে
চেয়েছি তোমায় জানতে
শুরু থেকে শেষ প্রান্তে
ছুটে ছুটে গেছি তাই

Posted: Friday, December 15, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)