Best Bangla Collection
তোমাকে তোমাকে চাই | Tomake Tomake Chai | Lyrics
তোমার কথা ভাবতে গেলেই
চাঁদ হয় অভিমানী
বলে জোৎস্নার চেয়ে মুখটি কি
তার অনেক বেশি দামী ?
তোমার গান গাইতে গেলেই
পাখিদের অভিযোগ
বলে এত গান গাই তোমার জন্য
তবু ওর দিকে চোখ ?
আমি কি করি কি করি
কোন দিকে যাই কোন পথে হারাই
রক্ত প্রবাহে শ্লোগান উঠেছে
তোমাকে তোমাকে চাই
শত সহস্র তারারা
আমার পায়ের কাছে লুটাচ্ছে
গাছেরা আমার পোশাকে
শরীরে কত না ফুল ফোটাচ্ছে
পৃথিবী মাটির সুগন্ধ দিয়ে
বলছে - আমার মন নে
তবু আর পাগলামি করিস না
তুই ওই মেয়েটির জন্যে...
আমি কি করি কি করি
কোন দিকে যাই কোন পথে হারাই
রক্ত প্রবাহে শ্লোগান উঠেছে
তোমাকে তোমাকে চাই
তোমার শরীরী ঝর্নায়
আমি স্নান করে নেবো বলে
যেই না দু বাহু বাড়াই
তখনি সমুদ্র উপকুলে
ঝড় ওঠে খুব উদ্দাম আর
উত্তাল কিছু ঢেউ
বলে - স্নান করবি তো এখানেই কর
ওই দিকে যায় কেউ ?
আমি কি করি কি করি
কোন দিকে যাই কোন পথে হারাই
রক্ত প্রবাহে শ্লোগান উঠেছে
তোমাকে তোমাকে চাই
Posted: Friday, December 15, 2017
চাঁদ হয় অভিমানী
বলে জোৎস্নার চেয়ে মুখটি কি
তার অনেক বেশি দামী ?
তোমার গান গাইতে গেলেই
পাখিদের অভিযোগ
বলে এত গান গাই তোমার জন্য
তবু ওর দিকে চোখ ?
আমি কি করি কি করি
কোন দিকে যাই কোন পথে হারাই
রক্ত প্রবাহে শ্লোগান উঠেছে
তোমাকে তোমাকে চাই
শত সহস্র তারারা
আমার পায়ের কাছে লুটাচ্ছে
গাছেরা আমার পোশাকে
শরীরে কত না ফুল ফোটাচ্ছে
পৃথিবী মাটির সুগন্ধ দিয়ে
বলছে - আমার মন নে
তবু আর পাগলামি করিস না
তুই ওই মেয়েটির জন্যে...
আমি কি করি কি করি
কোন দিকে যাই কোন পথে হারাই
রক্ত প্রবাহে শ্লোগান উঠেছে
তোমাকে তোমাকে চাই
তোমার শরীরী ঝর্নায়
আমি স্নান করে নেবো বলে
যেই না দু বাহু বাড়াই
তখনি সমুদ্র উপকুলে
ঝড় ওঠে খুব উদ্দাম আর
উত্তাল কিছু ঢেউ
বলে - স্নান করবি তো এখানেই কর
ওই দিকে যায় কেউ ?
আমি কি করি কি করি
কোন দিকে যাই কোন পথে হারাই
রক্ত প্রবাহে শ্লোগান উঠেছে
তোমাকে তোমাকে চাই
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)