NACHIKETA

সব কথা বলতে নেই | Shob Kotha Bolte Nei - Nachiketa | Lyrics

#Song: Shob Kotha Bolte Nei
#Artist: Nachiketa
#Album: Shob Kotha Bolte Nei

সব কথা বলতে নেই
না না না বলা যায় না
সব মনই মন চায়
তবুও পাওয়া যায় না

ও বোঝে সব করে অনুভব
মন আয়না

সব কথা শুনতে চাওয়ার
আছে নানান দায়
শুনতে হবে রোজই কথা
সকাল সন্ধায়
ও শুনতে হবে নানান অজুহাত
নানা বায়না

কথা যখন কথার কথা
কথার মায়াজাল
কথার ভারে শহর নগর জীবন বেহাল
ও শুনতে চায় নীরবতা চাঁদ তবু পায় না

Posted: Friday, December 15, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)