Best Bangla Collection
হাজার স্কোয়ারফিট স্বপ্নের বাড়ি | Hajar Sq Ft Shopner Bari | Lyrics
হাজার স্কোয়ারফিটের স্বপ্নের বাড়ি
ভাবনার আঁকিবুঁকি কথা সারি সারি
এ দেওয়ালে প্লাসমা ও দেওয়াল খালি
ওখানে রাখতে পারো সালভাদোর দালি
নীল কার্পেট যেন সমুদ্র ঢেউ
এখানে আসবে বলেছিল কেউ
একধারে ছবি ছাড়া বিষন্ন ফ্রেম
চিঠিটা পেয়েছো তুমি পেয়েছো কি প্রেম
শুন্যতা গিলে খায় একলা আমায়
ঘুম হারা রাতে শুধু দম চাপা ভয়
দরজায় রাখি চোখ হাজার বছর
সে কোথায় জানি না, হলো রাত ভোর
বেডরুমে গোলাপির নরম আরাম
লাগোয়া ব্যালকনি টবে রাখা পাম
দুধ সাদা পরদায় নিষ্পাপ বাসনা
চিঠিতে দিলাম এই ঠিকানা
একধারে ছবি ছাড়া নির্জন ফ্রেম
আসবে তো বলো তুমি আসবে তো প্রেম
বসে আছি আসবেতো আসবেতো
আসবেতো প্রেম
শুন্যতা গিলে খায় একলা আমায়
ঘুম হারা রাতে শুধু দম চপা ভয়
দরজায় রাখি চোখ হাজার বছর
সে কোথায় জানি না
Posted: Friday, December 15, 2017
ভাবনার আঁকিবুঁকি কথা সারি সারি
এ দেওয়ালে প্লাসমা ও দেওয়াল খালি
ওখানে রাখতে পারো সালভাদোর দালি
নীল কার্পেট যেন সমুদ্র ঢেউ
এখানে আসবে বলেছিল কেউ
একধারে ছবি ছাড়া বিষন্ন ফ্রেম
চিঠিটা পেয়েছো তুমি পেয়েছো কি প্রেম
শুন্যতা গিলে খায় একলা আমায়
ঘুম হারা রাতে শুধু দম চাপা ভয়
দরজায় রাখি চোখ হাজার বছর
সে কোথায় জানি না, হলো রাত ভোর
বেডরুমে গোলাপির নরম আরাম
লাগোয়া ব্যালকনি টবে রাখা পাম
দুধ সাদা পরদায় নিষ্পাপ বাসনা
চিঠিতে দিলাম এই ঠিকানা
একধারে ছবি ছাড়া নির্জন ফ্রেম
আসবে তো বলো তুমি আসবে তো প্রেম
বসে আছি আসবেতো আসবেতো
আসবেতো প্রেম
শুন্যতা গিলে খায় একলা আমায়
ঘুম হারা রাতে শুধু দম চপা ভয়
দরজায় রাখি চোখ হাজার বছর
সে কোথায় জানি না
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)