Best Bangla Collection
ও মন তুই কোথায় থাকিস | O Mon Tui Kothay Thakish | Lyrics
ও মন তুই কোথায় থাকিস
সবুজ জামায় গন্ধ মাখিস
ও মন... আমার মন
তুই কেনো এত আলা ভোলা
তোর কারণেই বাড়ছে জ্বালা
তোর কারণেই স্বপ্নে ফেরা
আবার চলে যাওয়া
ও মন... আমার মন
রাত্রির গায়ে বিষাদের সুর
তুই জানিস তার সুখ কতদুর
বিষাদের অন্তরালে হাতছানি গোপন
দোটানায় ভেসে আসে সেই আলাপন
ও মন... আমার মন
Posted: Friday, December 15, 2017
সবুজ জামায় গন্ধ মাখিস
ও মন... আমার মন
তুই কেনো এত আলা ভোলা
তোর কারণেই বাড়ছে জ্বালা
তোর কারণেই স্বপ্নে ফেরা
আবার চলে যাওয়া
ও মন... আমার মন
রাত্রির গায়ে বিষাদের সুর
তুই জানিস তার সুখ কতদুর
বিষাদের অন্তরালে হাতছানি গোপন
দোটানায় ভেসে আসে সেই আলাপন
ও মন... আমার মন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)