Kolkata Movie Song
ভগবান | Bhogoban - Bojhena Shey Bojhena | Lyrics
একটু চোখ ওল্টায় একটু নাক কুঁচকায়
বড্ড বেমানান সে শহরের তুলনায়
একটু চোখ ওল্টায় একটু নাক কুঁচকায়
বড্ড বেমানান সে শহরের তুলনায়!
না না না নাম না জানি
ধাম না জানি, জুটলো কপালে
এদিকেতে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামল অকালে
ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়!
নড়েনা চড়েনা নতুন মেয়ে কলকাতায়
ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়!
নড়েনা, আহা চড়েনা নতুন মেয়ে কলকাতায়
যখন তখন ভয়ের বাঁশি
বয়সে এইট্টিন চয়েসে আশি
কী নিদারুণ আও পাতাসি দেখলে হাসি পায়!
যখন তখন ভয়ের বাঁশি বয়সে এইট্টিন চয়েসে আশি
কী নিদারুণ আও পাতাসি পড়ল আমার গলায়!
ওহ নাম না জানি ধাম না জানি, জুটলো কপালে
এদিকেতে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামল অকালে
Posted: Saturday, January 20, 2018
বড্ড বেমানান সে শহরের তুলনায়
একটু চোখ ওল্টায় একটু নাক কুঁচকায়
বড্ড বেমানান সে শহরের তুলনায়!
না না না নাম না জানি
ধাম না জানি, জুটলো কপালে
এদিকেতে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামল অকালে
ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়!
নড়েনা চড়েনা নতুন মেয়ে কলকাতায়
ভগবান ভগবান ফেলেছো এনে কার পাল্লায়!
নড়েনা, আহা চড়েনা নতুন মেয়ে কলকাতায়
যখন তখন ভয়ের বাঁশি
বয়সে এইট্টিন চয়েসে আশি
কী নিদারুণ আও পাতাসি দেখলে হাসি পায়!
যখন তখন ভয়ের বাঁশি বয়সে এইট্টিন চয়েসে আশি
কী নিদারুণ আও পাতাসি পড়ল আমার গলায়!
ওহ নাম না জানি ধাম না জানি, জুটলো কপালে
এদিকেতে রোদ্দুরেতেও বৃষ্টি এসে নামল অকালে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)