SHIRONAMHIN

বারুদ সমুদ্র | Barud Shomudro - Shironamhin | Lyrics

#Song: Barud Shomudro
#Vocal: Ishtiaq
#Band: Shironamhin
#Lyric: Ziaur Rahman

বুকে বারুদ সমুদ্র আগুন জ্বেলে
পুড়ে ছাই চারপাশ
বাতাসে চুরুট কফি ধোঁয়া নিয়ে
চেনা দীর্ঘশ্বাস

স্ক্র্যাপবুক এ ঝড়, তুমুল রাতভর
অযথা কবিতায়
কবির পড়ে থাকা লাশ

হেই, জেগে থাকা বন্দী বলো
মার্চ মার্চ ফরোয়ার্ড
বেপরোয়া আলোর মিছিলে

অবশেষে আমিও ছদ্মবেশে
মগজে ধোঁকা অবুঝ বোকার দেশে
শূন্য কবিতায় রক্তের দাগ হারিয়ে যায়
অযথা ভাবায় খুন হওয়া করুনায়
এই ভরসায় ভুল ঠিকানায়
এভাবে হারাবে কবির পড়ে থাকা লাশ?

কতশত প্রজাপতি
খুনি চোখে শিকারী
কত কবি ঝড় তুলে
পুড়ে ছাই পুড়ে ছাই, কি করি?
স্ক্র্যাপবুক নোটবুক
প্রিয়তমা তুমিও?
বারুদের গন্ধ বুকে নিয়ে ঘুমিও
জেগে থেকো, জেগে থেকো
রাজপথ বন্দী
অযথাই হৃদয়ে দুরভিসন্ধি
ঝলসে যাওয়া মুখে নির্বাক বন্দি
ঝড় তোলে হৃদয়ে দুরভিসন্ধি

Posted: Sunday, March 11, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)