Mixed - Band
একদিন বলেছিলে | Ekdin Bolechile - Purple Rain | Lyrics
রিমিঝিমি বৃষ্টির শব্দে
ঘুম ভেঙ্গে গেল মধ্যরাতে
চেয়ে দেখি আকাশে চাঁদ পরেছে ঢাকা
তখনি মনে হলো তোমারি কথা
একদিন বলেছিলে, একদিন বলেছিলে
দেবে না ব্যাথা, দেবে না ব্যাথা
বৃষ্টি দেখে আজ মনে পরে যায়
বৃষ্টি ঝরা এক বিকেল বেলায়
কত যে হেটে গেছি পথ থেকে পথে
দুজন দুজনার হাত ধরে
একদিন বলেছিলে, একদিন বলেছিলে
দেবে না ব্যাথা, দেবে না ব্যাথা
বৃষ্টি শেষে সব কিছু ভুলে যাই
তবুও বৃষ্টি ঝরে মনের ভেলায়
হারানো দিন স্মৃতিগুলো ডাকে
তখনি হৃদয় থমকে বলে
একদিন বলেছিলে, একদিন বলেছিলে
দেবে না ব্যাথা, দেবে না ব্যাথা
Posted: Sunday, March 11, 2018
ঘুম ভেঙ্গে গেল মধ্যরাতে
চেয়ে দেখি আকাশে চাঁদ পরেছে ঢাকা
তখনি মনে হলো তোমারি কথা
একদিন বলেছিলে, একদিন বলেছিলে
দেবে না ব্যাথা, দেবে না ব্যাথা
বৃষ্টি দেখে আজ মনে পরে যায়
বৃষ্টি ঝরা এক বিকেল বেলায়
কত যে হেটে গেছি পথ থেকে পথে
দুজন দুজনার হাত ধরে
একদিন বলেছিলে, একদিন বলেছিলে
দেবে না ব্যাথা, দেবে না ব্যাথা
বৃষ্টি শেষে সব কিছু ভুলে যাই
তবুও বৃষ্টি ঝরে মনের ভেলায়
হারানো দিন স্মৃতিগুলো ডাকে
তখনি হৃদয় থমকে বলে
একদিন বলেছিলে, একদিন বলেছিলে
দেবে না ব্যাথা, দেবে না ব্যাথা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)