Mixed - Band
আধার মানুষ | Adhar Manush - Dreek | Lyrics
একজন কাল ব্যাথায় গড়া
আমি এক আঁধার মানুষ
বেঁচে আছি তোমাদেরই মাঝে
পরে এক অন্য মুখোশ
চাইনা পেতে তোমাদের ভালোবাসা
আশা নিরাশার বাঁধন
ভালোবাসি আঁধার নিস্তব্ধ অন্ধকার
তোমাদের আলো ছোঁয় না আমায়
সুখের স্মৃতিরা পাশ কেটে চলে যায়
চাইনা পেতে উৎসাহ বেঁচে থাকার
নিয়ে ভ্রান্ত ধারনা
তোমাদের হাতছানি পেরিয়ে
নিশি কালো রাতে!
তোমাদের ঘৃনা ভরা দৃস্টিতে
আমায় আলো ভেদ করে চলে যায়
চাইনা আশ্রয় তোমাদের জগতে
বেঁচে আছি আজ একা
আঁধার নেমে আসে আমার
এই একা পৃথিবীতে !
Posted: Monday, March 12, 2018
আমি এক আঁধার মানুষ
বেঁচে আছি তোমাদেরই মাঝে
পরে এক অন্য মুখোশ
চাইনা পেতে তোমাদের ভালোবাসা
আশা নিরাশার বাঁধন
ভালোবাসি আঁধার নিস্তব্ধ অন্ধকার
তোমাদের আলো ছোঁয় না আমায়
সুখের স্মৃতিরা পাশ কেটে চলে যায়
চাইনা পেতে উৎসাহ বেঁচে থাকার
নিয়ে ভ্রান্ত ধারনা
তোমাদের হাতছানি পেরিয়ে
নিশি কালো রাতে!
তোমাদের ঘৃনা ভরা দৃস্টিতে
আমায় আলো ভেদ করে চলে যায়
চাইনা আশ্রয় তোমাদের জগতে
বেঁচে আছি আজ একা
আঁধার নেমে আসে আমার
এই একা পৃথিবীতে !
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)