Mixed - Band
খুজি তোমায় | Khuji Tomay - Dreek | Lyrics
খুঁজি তোমায় কোলাহলে
হারাই আমি এই নির্জনে
ক্লান্ত চোখে অবুঝ দেহ
ভোরের আলোয় তোমায় দেখে
এখনো চির অচেনা পথে
আমার স্বপ্নেরা হারায় বারেবার
নিজেকে খুঁজে পেলাম অসহায়
জানি আছো তুমি আমাদের মাঝে
ঈশ্বর চেয়ে দেখো তোমার পৃথিবী
যেখানে স্বপ্ন ঘৃণা মিলেমিশে একাকার
চারিদিকে শুনি আমি আর্তের হাহাকার
তবুও বদলায় না কষ্টের এই ছবি
মানুষ অমানুষ সাজে মানুষের মাঝে
বৃত্তের মাঝে আজ শুধু ধ্বংশের সুর বাজে
তবুও যায়না চেনা সুখের এই ছবি
দুঃখ ভুলে আর কবে দেখবো সেই রবি
আর নয় চিৎকার
আর নয় হাহাকার
আর নয় প্রভু
এখনো চির অচেনা পথে
আমার স্বপ্নেরা হারায় বারেবার
নিজেকে খুঁজে পেলাম অসহায়
জানি আছো তুমি আমাদের মাঝে
Posted: Monday, March 12, 2018
হারাই আমি এই নির্জনে
ক্লান্ত চোখে অবুঝ দেহ
ভোরের আলোয় তোমায় দেখে
এখনো চির অচেনা পথে
আমার স্বপ্নেরা হারায় বারেবার
নিজেকে খুঁজে পেলাম অসহায়
জানি আছো তুমি আমাদের মাঝে
ঈশ্বর চেয়ে দেখো তোমার পৃথিবী
যেখানে স্বপ্ন ঘৃণা মিলেমিশে একাকার
চারিদিকে শুনি আমি আর্তের হাহাকার
তবুও বদলায় না কষ্টের এই ছবি
মানুষ অমানুষ সাজে মানুষের মাঝে
বৃত্তের মাঝে আজ শুধু ধ্বংশের সুর বাজে
তবুও যায়না চেনা সুখের এই ছবি
দুঃখ ভুলে আর কবে দেখবো সেই রবি
আর নয় চিৎকার
আর নয় হাহাকার
আর নয় প্রভু
এখনো চির অচেনা পথে
আমার স্বপ্নেরা হারায় বারেবার
নিজেকে খুঁজে পেলাম অসহায়
জানি আছো তুমি আমাদের মাঝে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)