OBLIQUE

শূন্যতা | Shunnota - Oblique | Lyrics

বিকেলে রোদের আকাশে
এখনো একজন তাকায়
ব্যস্ত রাজপথে মানুষের ভীড়ে কেউ
হঠাৎ থমকে দাঁড়ায়
অচেনা আড্ডার ভীড়ে
যেনো তোদের কেউ খুঁজে যায়

নিস্তব্ধ শূন্য ঘরে
তোদের কোলাহল, এখনো
নিস্তব্ধ শূন্য ঘরে
তোদের কোলাহল, এখনো

বহুদিন পরে ফিরে আসা নিজের অজান্তে
এখনো তুমুল হাওয়া বয়ে চলে এই মাঠে
এখনো সব আগেরই মত আছে তোরা বাদে

নিস্তব্ধ শূন্য ঘরে
তোদের কোলাহল, এখনো
নিস্তব্ধ শূন্য ঘরে
তোদের কোলাহল, এখনো

Posted: Monday, March 12, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)