TRIMATRA
ইচ্ছাকৃত ভুলে | Icchakrito Vule - Trimatra | Lyrics
শীতল জলের বিষণ্ণতা পিপাসায় উন্মুখ
কাজল দীঘির শীতল জলেই পদ্মপাতার সুখ
কি সুখ ছিল তোমার চোখের কাজল দীঘির জলে
আমিতো এক পদ্ম হলাম ইচ্ছাকৃত ভুলে
মনের ভুলে ছলকে উঠা জলের বিন্যাসে
নিজের ভেতর চমকে উঠো অদম্য উল্লাসে
এমন করে মগ্ন চোখে কিসের কথা বলো
তোমার দু'চোখ পদ্মভাসা দীঘির মতই কালো
তোমার কাজল দীঘির ঢেউয়ে পদ্মপাতাও দোলে
চমকে ওঠার তালে আমার সুখেরই আদলে
ভুলেও যদিও পদ্মপাতায় ছলকে পরে জল
সেইতো আমার চৈতি রাতে সুখেরই বাদল
Posted: Saturday, March 17, 2018
কাজল দীঘির শীতল জলেই পদ্মপাতার সুখ
কি সুখ ছিল তোমার চোখের কাজল দীঘির জলে
আমিতো এক পদ্ম হলাম ইচ্ছাকৃত ভুলে
মনের ভুলে ছলকে উঠা জলের বিন্যাসে
নিজের ভেতর চমকে উঠো অদম্য উল্লাসে
এমন করে মগ্ন চোখে কিসের কথা বলো
তোমার দু'চোখ পদ্মভাসা দীঘির মতই কালো
তোমার কাজল দীঘির ঢেউয়ে পদ্মপাতাও দোলে
চমকে ওঠার তালে আমার সুখেরই আদলে
ভুলেও যদিও পদ্মপাতায় ছলকে পরে জল
সেইতো আমার চৈতি রাতে সুখেরই বাদল
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)