Rabindra Sangeet
তুমি কোন কাননের ফুল | Tumi Kon Kanoner Ful | Lyrics
তুমি কোন কাননের ফুল
কোন গগণের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পারা
কবে তুমি গেয়েছিলে
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে
ঐ নয়নের তারা
তুমি কথা কয়োনা
তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে
তুমি হেসে গলে যাও
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে
চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দুটি তারা
ঢালুক কিরণধারা
Posted: Monday, March 26, 2018
কোন গগণের তারা
তোমায় কোথায় দেখেছি
যেন কোন স্বপনের পারা
কবে তুমি গেয়েছিলে
আঁখির পানে চেয়েছিলে
ভুলে গিয়েছি
শুধু মনের মধ্যে জেগে আছে
ঐ নয়নের তারা
তুমি কথা কয়োনা
তুমি চেয়ে চলে যাও
এই চাঁদের আলোতে
তুমি হেসে গলে যাও
আমি ঘুমের ঘোরে চাঁদের পানে
চেয়ে থাকি মধুর প্রাণে
তোমার আঁখির মতন দুটি তারা
ঢালুক কিরণধারা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)