Rabindra Sangeet
তুমি কোন ভাঙনের পথে | Tumi Kon Vangoner Pothe | Lyrics
তুমি কোন ভাঙনেরও পথে এলে
তুমি কোন ভাঙনেরও পথে এলে সুপ্তরাতে
আমার ভাঙল যা তা ধন্য হলো চরণপাতে
আমি রাখব গেঁথে তারে রক্তমণিরও হারে
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে
তুমি কোলে নিয়েছিলে সেতার
মীড় দিলে নিষ্ঠুর করে
ছিন্ন যবে হল তার
ফেলে গেলে ভূমি পরে
নীরব তাহারি গান
আমি তাই জানি তোমারি দান
ফিরে সে দক্ষিণ হাওয়ায় হাওয়ায়
সুরহারা মূর্ছনাতে
Posted: Monday, March 26, 2018
তুমি কোন ভাঙনেরও পথে এলে সুপ্তরাতে
আমার ভাঙল যা তা ধন্য হলো চরণপাতে
আমি রাখব গেঁথে তারে রক্তমণিরও হারে
বক্ষে দুলিবে গোপনে নিভৃত বেদনাতে
তুমি কোলে নিয়েছিলে সেতার
মীড় দিলে নিষ্ঠুর করে
ছিন্ন যবে হল তার
ফেলে গেলে ভূমি পরে
নীরব তাহারি গান
আমি তাই জানি তোমারি দান
ফিরে সে দক্ষিণ হাওয়ায় হাওয়ায়
সুরহারা মূর্ছনাতে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)