- Bangla Movie Song -
মানুষ ধর মানুষ ভজ | Manush Dhoro Manush Vojo - Bari Siddique | Lyrics
Movie: Srabon Megher Din
মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন
মানুষ কি আর এমনি বটে
যার চরণে জগত লুটে
এই না পঞ্চ ভূতের ঘটে
খেলিতেছে নিরাঞ্জন
চৌদ্দ তালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান
লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করে যে আসন
দুই ধারে দুই কঠোরা
হায়াত মওত মাইঝখানে ভরা
সময় থাকতে উঠরে ত্বরা
নিকটেতে কালসমন
সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে
শূন্য খাঁচা থাকবে পড়ে
কে করবে আর কার যতন
তালাশে খালাশ মেলে
তালাস কর রঙমহলে
উঠিয়া হাবলঙের কূলে
চেয়ে থাকব সর্বক্ষণ
দেখিবে হাবলঙের কূলে
দুইদিকেতে অগ্নি জ্বলে
ভেবে রশিদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন
Posted: Monday, March 26, 2018
মানুষ ধর মানুষ ভজ
শোন বলি রে পাগল মন
মানুষের ভিতরে মানুষ
করিতেছে বিরাজন
মানুষ কি আর এমনি বটে
যার চরণে জগত লুটে
এই না পঞ্চ ভূতের ঘটে
খেলিতেছে নিরাঞ্জন
চৌদ্দ তালার উপরে দালান
তার ভিতরে ফুলের বাগান
লাইলী আর মজনু দেওয়ান
সুখেই করে যে আসন
দুই ধারে দুই কঠোরা
হায়াত মওত মাইঝখানে ভরা
সময় থাকতে উঠরে ত্বরা
নিকটেতে কালসমন
সোনার পুরী আন্ধার করে
যেদিন পাখি যাবে উড়ে
শূন্য খাঁচা থাকবে পড়ে
কে করবে আর কার যতন
তালাশে খালাশ মেলে
তালাস কর রঙমহলে
উঠিয়া হাবলঙের কূলে
চেয়ে থাকব সর্বক্ষণ
দেখিবে হাবলঙের কূলে
দুইদিকেতে অগ্নি জ্বলে
ভেবে রশিদউদ্দিন বলে
চমকিছে স্বর্ণের মতন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)