Topu

যাত্রী | Jatri - Topu | Lyrics

আমি এক ভাঙ্গা বাড়ির ভাঙ্গা ঘরের ভাঙ্গা বারান্দা
আমি পথের মাঝে খুজে পাওয়া টাকা আধখানা
আমি বিদ্যাসাগর, মাইকেলেরই মস্ত বড় ভুল
আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্তো গাঁথা দুল
মুক্তো গাঁথা দুল

দেখ বাবু নামের বড় খোকা করতে পারে ফূল
দেখ চেনে না কেউ মাঝ বৈশাখ চেনে মার্চ জুন
দেখ ছারিদিকে কত মানুষ কত ব্যস্ততা
খুলেছে কেউ নতুন হিসেব আজকে হালখাতা
আজকে হালখাতা

যদি পথের রাজা পাঁজেরও দেখে ঈর্ষা হয়
তবে মনে রেখ দু চাকার ওই হিরো কম যে নয়
যদি সুন্দরী আজ তোমায় দেখে মুছকি হাসি দেয়
তবে মেনে নিও ছলনাটা প্রেমের বাঁশি নয়
প্রেমের বাঁশি নয়

যারা মনের মাঝে লুকিয়ে রাখে গাঢ় অন্ধকার
যারা ভুলের পরে ভুল খুঁজে যাই তোমার আমার
যারা কোনদিনও জানে না যে ছলছাতুরি কি?
বল তাদের কি তুমি আমি বন্ধু বলেছি?
বন্ধু বলেছি

আমি এক কালো পিছ এর সোজা পথের পুরানো পথিক
তাই বলছি না আমার এই কথা গুলো ঠিক
আমি দেখি যা, শুনি যা, বলিও যে তা
আমার বন্ধু রবে কড়া রোদ তোলা

Posted: Thursday, March 29, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)