Topu
কে ডাকে | Ke Dake - Topu | Lyrics
কে ডাকে, ভাঙ্গা জানালা গলে
আলো পরেছে এসে মেঝেতে
দেখে নাও জেনে নাও
যতটুকু তুমি দেখতে পাও
কিন্তু কিন্তু ভাব
কিন্তু মনেতে জড়তার অভাব
বেফাস কিছু বলে দিলে
মনে রেখো না সব ভুলে গিয়ে
পুরনো কথা পুরনো গান
লাগছে না ভালো নেই পিছুটান
তবু পুরনো কিছু কথা
আজও এ'মনেতে অম্লান
Posted: Thursday, March 29, 2018
আলো পরেছে এসে মেঝেতে
দেখে নাও জেনে নাও
যতটুকু তুমি দেখতে পাও
কিন্তু কিন্তু ভাব
কিন্তু মনেতে জড়তার অভাব
বেফাস কিছু বলে দিলে
মনে রেখো না সব ভুলে গিয়ে
পুরনো কথা পুরনো গান
লাগছে না ভালো নেই পিছুটান
তবু পুরনো কিছু কথা
আজও এ'মনেতে অম্লান
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)