Mixed - Band
বৃষ্টি | Brishti - Cold J | Lyrics
সেই দিন খুব বৃষ্টি ছিল
ছিল সবার ব্যস্ততা
অদ্ভুত তাকে দেখলাম হঠাৎ
শান্ত তার পথ চলায়
ভালবাসার প্রহর ভাললাগা
ভুল করে যেন কাছে আসা
ভেজা ছিল ঐ চুলগুলো
উড়ছিল না তাই বলে
হঠাৎ চোখে পরল চোখ আমার
আসলনা সে একটু কাছে তবু
ভালবাসার প্রহর ভাললাগা
ভুল করে যেন কাছে আসা
মুগ্ধতো হলই আমার নয়ন
কেন যেন কোথায় ছিল বাধা
পাশ দিয়ে দ্বিধাহীন সে যে চলে গেল
আর তো দেখিনি আমি তবু
ভালবাসার প্রহর ভাললাগা
ভুল করে যেন কাছে আসা
সেই দিন খুব বৃষ্টি ছিল
ছিল সবার ব্যস্ততা
অদ্ভুত তাকে দেখলাম হঠাৎ
শান্ত তার পথ চলায়
Posted: Friday, June 29, 2018
ছিল সবার ব্যস্ততা
অদ্ভুত তাকে দেখলাম হঠাৎ
শান্ত তার পথ চলায়
ভালবাসার প্রহর ভাললাগা
ভুল করে যেন কাছে আসা
ভেজা ছিল ঐ চুলগুলো
উড়ছিল না তাই বলে
হঠাৎ চোখে পরল চোখ আমার
আসলনা সে একটু কাছে তবু
ভালবাসার প্রহর ভাললাগা
ভুল করে যেন কাছে আসা
মুগ্ধতো হলই আমার নয়ন
কেন যেন কোথায় ছিল বাধা
পাশ দিয়ে দ্বিধাহীন সে যে চলে গেল
আর তো দেখিনি আমি তবু
ভালবাসার প্রহর ভাললাগা
ভুল করে যেন কাছে আসা
সেই দিন খুব বৃষ্টি ছিল
ছিল সবার ব্যস্ততা
অদ্ভুত তাকে দেখলাম হঠাৎ
শান্ত তার পথ চলায়
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
cold j er baki song gulo o upload diyen
ReplyDelete