Anjan Dutt

আমি আসবো ফিরে | Ami Ashbo Fire - Anjan Dutt | Lyrics

হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ
হয়তো নামবে এসিড বৃষ্টি অসময়
হয়তো সূর্যের রং হয়ে যাবে ঘোলাটে
হয়তো গলে যাবে হিমালয়

তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো ফিরে
ফিরে আসবো তোমার পাড়ায়

হয়তো সূর্যের তাপে ছাড়খাড় হয়ে যাবে হেলসিংকি
হয়তো বরফ পরবে কলকাতায়
হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রং
হয়তো চলবে না গাড়ি রাস্তায়

তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থেকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো ফিরে
ফিরে আসবো তোমার পাড়ায়

দেখো বদলে যেতে হবেই
বদলায় পদবী, বদলায় ঠিকানা, বদলায় সময়
বদলায় জামার ভেতর সকলের শরীর
বদলায় চাহিদা শিরায় শিরায়
কোনটা ভালো কোনটা খারাপ
সেটাও বদলে যায়
কে হিন্দু কে জাপানি, কিসের দায়

যেটাই সত্যি সেটাই থাকবে
দাফন হবার পর
দিন রাত মিলেমিশে ভোর বেলায়

আমি আসবো ফিরে তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো বা না থাকো তোমার বারান্দায়
আমি আসবো ফিরে আসবো তোমার পাড়ায়

Posted: Sunday, December 16, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)