Mixed - Band

তোমার চালাকি | Tomar Chalaki - Bohubrihi | Lyrics

একসাথে নেই কোন ছবি
ছুঁয়ে দেখা হয়নি সে হাত
নেই আর আজ কোন দাবি
এলোমেলো আমার রাত

একটা শহর ঠিকানা আজও
ঠিক সে দিনের মত
দূরুত্বের লুকোচুরি খেলায়
ভাষা খোঁজে প্রেম যত

তবু কেনো এমন হয়
আমি জানি তুমি আমার নও
ভেবে ভেবে জীবনের ক্ষয়
আমি যতই ভাবি আমার নও

উহুহুহুহু

তুমি বলেছিলে
আমি চাইলে তুমি ফেরাবে না
যতই বাঁধা আসুক তুমি মানবে না
আমার এ হাত তুমি ছাড়বে না

আরে
আরও কত কথা ছিল তোমার জানা

সব মিথ্যে প্রহসন মিথ্যে অভিনয়
মিথ্যে আশা মিথ্যে ভালোবাসা
আমি চাইনা তোমার ঐ মিথ্যে স্বপ্ন
আমি বুঝে গেছি তোমার চালাকি

Posted: Tuesday, January 1, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)