Mixed - Band
অগোছালো | Ogochalo - Mirror | Lyrics
আমি চাইনা কোন নিয়ম
বাঁধা ধরায় থাকতে
আমি চাই স্বাধীনতা
নিজের মত বাঁচতে
আমি চাই ছন্নছাড়া জীবন
আমি চাই এলোমেলো ঘর
আমি চাই অগোছালো জীবন
আমি চাই না সকালের দৌড়দৌড়ি
চাই না দুপুরের কড়া রোদ
আমি চাই আড্ডার বিকেল
গানের আসরে জমে ওঠা নিঝুম রাত
আমি চাইনা আঁচড়াতে চুল
চাইনা হতে লুকিং গুড
আমি হতে চাই যেমন তেমন
তা যদি কারও কাছে লাগে ভালো
সে অগোছালো মন
Posted: Tuesday, January 1, 2019
বাঁধা ধরায় থাকতে
আমি চাই স্বাধীনতা
নিজের মত বাঁচতে
আমি চাই ছন্নছাড়া জীবন
আমি চাই এলোমেলো ঘর
আমি চাই অগোছালো জীবন
আমি চাই না সকালের দৌড়দৌড়ি
চাই না দুপুরের কড়া রোদ
আমি চাই আড্ডার বিকেল
গানের আসরে জমে ওঠা নিঝুম রাত
আমি চাইনা আঁচড়াতে চুল
চাইনা হতে লুকিং গুড
আমি হতে চাই যেমন তেমন
তা যদি কারও কাছে লাগে ভালো
সে অগোছালো মন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)