Mixed Mp3 Songs

এখনও আলো আসে | Ekhnou Alo Ashe - Mehedi Hasan Nil | Lyrics

নিখিল দিয়েছিলো নরক নগ্নতা
আমার চোখে ছিলো অমলিন দৃষ্টি
হৃদয় ছুয়েছিল মেঘের মগ্নতা
তবুও ঝরলো না প্রার্থিত বৃষ্টি
গুটিয়ে নিলে হাত আঙুল সোনালিমা
ফোটালে পাথরের বুক জুড়ে কান্না

সহসাই কন্ঠে নেমে এল কালিমা
ঝরে গেলো মাটিতে আলোকিত পান্না
এখনো আলো আসে. জানালা খোলা রাখি
পেছনে গান গায়, খাচায় পোষা পাখি

আলতো ছুঁয়ে গেলে এমন কুয়াশায়
আশায় বাধেঁ ঘর হলুদাভ রাত্রি
জোছনা পাতা ঝরে মাটিতে শিহরায়
উদাসী প্রান্তর উদাসী যাত্রী

Posted: Tuesday, January 1, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)