Mixed - Band
বৃষ্টি | Brishti - Cachet Of Sounds | Lyrics
বৃষ্টিতে ভিজছে এই শহর
কিসের হিসেব করো তুমি
তোমায় ভালোবাসার অযুহাত
খুঁজে পেয়েছি আজকে আমি
যদি আবার হই আমরা মুখোমুখি
তুমি নতুন করে আমায় ভালোবাসবে কি?
বদলেছিলাম দুজনেই
বদলানোটা ছিল জরুরি
তবু কেনো বদলায়নি এ মন
আজো তোমায় ভালোবাসি
যদি আবার তুমি দেখো আমাকে
ডাকবে কি আমায় সেই পুরনো নামে?
আজকে লিখেছি সেই গান
যাতে আছে সিধু তোমার কথা
কি করে বলবো তোমাকে
ভেঙ্গে সব নিরবতা
কত ভালোবাসি আমি তোমাকে
রাজি আজো আমি তোমার সাথে হারাতে
যদি আবার হই আমরা মুখোমুখি
তুমি নতুন করে আমায় ভালোবাসো কি?
Posted: Saturday, February 23, 2019
কিসের হিসেব করো তুমি
তোমায় ভালোবাসার অযুহাত
খুঁজে পেয়েছি আজকে আমি
যদি আবার হই আমরা মুখোমুখি
তুমি নতুন করে আমায় ভালোবাসবে কি?
বদলেছিলাম দুজনেই
বদলানোটা ছিল জরুরি
তবু কেনো বদলায়নি এ মন
আজো তোমায় ভালোবাসি
যদি আবার তুমি দেখো আমাকে
ডাকবে কি আমায় সেই পুরনো নামে?
আজকে লিখেছি সেই গান
যাতে আছে সিধু তোমার কথা
কি করে বলবো তোমাকে
ভেঙ্গে সব নিরবতা
কত ভালোবাসি আমি তোমাকে
রাজি আজো আমি তোমার সাথে হারাতে
যদি আবার হই আমরা মুখোমুখি
তুমি নতুন করে আমায় ভালোবাসো কি?
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)