Mixed - Band
বৃষ্টির দিন | Brishtir Din - Social Circus | Lyrics
বৃষ্টি মানে অলস দুপুর
তোমার ভেজা চুল
বৃষ্টি মানে রোদের ছুটি
প্রিয় গানের সুর
বৃষ্টি মানে খোলা জানালা
পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে আদুরে উল্লাস
তোমায় ছুঁতে বারণ
ব্যস্ত শহর থমকে দাঁড়ায়
মেঘের চিঠি তার ঠিকানায়
চলো সব হিসেব নিকেশ
আজকে ভুলে যাই
মস্ত বড় মেঘের মিছিল
ইটের খাঁচায় বৃষ্টির ঢিল
বজ্রপাতের শব্দ শুনে
শহর চমকে যায়
তুমি কোথায়? পাশে তো নাই
বৃষ্টি মানে ক্লান্ত বিকেল
তোমায় কাছে পাওয়ার আশায়
বদ্ধ ঘরে মন তো বসে না
বৃষ্টি মানে শর্ত মেনে
নীরব অবুঝ অভিমানে
নতুন করে আমার পথচলা
বৃষ্টি মানে খোলা জানালা
পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে আদুরে উল্লাস
তোমায় ছুঁতে বারণ
Posted: Saturday, February 23, 2019
তোমার ভেজা চুল
বৃষ্টি মানে রোদের ছুটি
প্রিয় গানের সুর
বৃষ্টি মানে খোলা জানালা
পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে আদুরে উল্লাস
তোমায় ছুঁতে বারণ
ব্যস্ত শহর থমকে দাঁড়ায়
মেঘের চিঠি তার ঠিকানায়
চলো সব হিসেব নিকেশ
আজকে ভুলে যাই
মস্ত বড় মেঘের মিছিল
ইটের খাঁচায় বৃষ্টির ঢিল
বজ্রপাতের শব্দ শুনে
শহর চমকে যায়
তুমি কোথায়? পাশে তো নাই
বৃষ্টি মানে ক্লান্ত বিকেল
তোমায় কাছে পাওয়ার আশায়
বদ্ধ ঘরে মন তো বসে না
বৃষ্টি মানে শর্ত মেনে
নীরব অবুঝ অভিমানে
নতুন করে আমার পথচলা
বৃষ্টি মানে খোলা জানালা
পুরনো স্মৃতিচারণ
বৃষ্টি মানে আদুরে উল্লাস
তোমায় ছুঁতে বারণ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)