Topu
বৃষ্টি | Brishti - Topu | Lyrics
আমার আছে একটা গল্প পুরনো
আর আছে একটা গান
যা শুনতে তোমার সময় নেই কোন
ছিল না ইচ্ছে কখনও
এভাবেই সব হারায়
আর ফিরে আসে না
নিজেকে ছুরে দেই বৃষ্টিতে
বৃষ্টি, ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি, দেয় বিদায়
দুঃখ যা জমাট ঘিরে
আমায় জড়াও এই রাতের জাদুতে
জীবন আজ শুধু নিঃশ্বাসে
দিও না যেতে আমি বৃষ্টি দেখতে চাই
ভালোবাসা চাই, শুরু থেকে
এভাবেই সব হারায়
আর ফিরে আসে না
নিজেকে ছুরে দেই বৃষ্টিতে
বৃষ্টি, ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি, দেয় বিদায়
দুঃখ যা জমাট ঘিরে
Posted: Saturday, February 23, 2019
আর আছে একটা গান
যা শুনতে তোমার সময় নেই কোন
ছিল না ইচ্ছে কখনও
এভাবেই সব হারায়
আর ফিরে আসে না
নিজেকে ছুরে দেই বৃষ্টিতে
বৃষ্টি, ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি, দেয় বিদায়
দুঃখ যা জমাট ঘিরে
আমায় জড়াও এই রাতের জাদুতে
জীবন আজ শুধু নিঃশ্বাসে
দিও না যেতে আমি বৃষ্টি দেখতে চাই
ভালোবাসা চাই, শুরু থেকে
এভাবেই সব হারায়
আর ফিরে আসে না
নিজেকে ছুরে দেই বৃষ্টিতে
বৃষ্টি, ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি, দেয় বিদায়
দুঃখ যা জমাট ঘিরে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)