Mixed Mp3 Songs

বৃষ্টি পড়ে টাপুর টুপুর | Brishti Pore Tapur Tupur - Selim Chowdhury | Lyrics

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
পায়ে দিয়ে সোনার নূপুর
আঁকা বাঁকা মেঠো পথে
কোন রূপসী হেঁটে যায়
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
পায়ে সোনার নূপুর

আঁকা বাঁকা মেঠো পথে
কোন রূপসী হেঁটে যায়?

আলতা রাঙা গায়ের বরন
দীঘল কালো চুল
লাজুক লাজুক মুখ যেনো
তার ফোঁটা পদ্মফুল
বুকের মাঝে ভালোবাসার
ভরা নদী উছলায়

ডাগর ডাগর চোখ যেনো
তার ভালোবাসার ঘর
এক পলকে আমার বুকে
তুলে প্রেমের ঝড়
একটু সুখের ছোঁয়া পেতে
মনটা তারে ডেকে যায়

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
পায়ে দিয়া সোনার নূপুর,
আঁকা বাঁকা মেঠো পথে
কোন রূপসী হেঁটে যায়?

Posted: Saturday, February 23, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)