Mixed - Band
ঝুম বৃষ্টি | Jhum Brishti - Obscure | Lyrics
বুকের ভিতর জলের মত ছলকে পরছে শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
মেঘের জলে মন যদি তোর হতো মেঘের মত
আমার মতো তুইও জলে ভাসতি অবিরত
হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি
হৃদয় থেকে জলের মত ছলকে পরুক শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
বৃষ্টি মানেই জানালাতে ডাগোর দুটি চোখ
আলতা পায়ে নেলপলিসে মাল্টি কালার নখ
জলের বুকে আঁকিবুঁকি ভাসছে আভিমান
মুছে দিতে চাইছে আমাকে লেখা প্রিয় নাম
হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি
হৃদয় থেকে জলের মত ছলকে পরুক শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
হাতের আঙুল জড়িয়ে থাকে অমাবস্যার আকাশ
আঁধার কেনো অমন করে আমার দিকে তাকাস
তোর দুটি চোখ খুঁড়েছিলো কবর আমার জন্য
মান অবিনয় তুইতো ছিলি এক বনু আরণ্য
হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি
হৃদয় থেকে জলের মত ছলকে পরুক শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
বুকের ভিতর জলের মত ছলকে পরছে শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
মেঘের জলে মন যদি তোর হতো মেঘের মত
আমার মতো তুইও জলে ভাসতি অবিরত
হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি
হৃদয় থেকে জলের মত ছলকে পরুক শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
Posted: Saturday, February 23, 2019
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
মেঘের জলে মন যদি তোর হতো মেঘের মত
আমার মতো তুইও জলে ভাসতি অবিরত
হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি
হৃদয় থেকে জলের মত ছলকে পরুক শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
বৃষ্টি মানেই জানালাতে ডাগোর দুটি চোখ
আলতা পায়ে নেলপলিসে মাল্টি কালার নখ
জলের বুকে আঁকিবুঁকি ভাসছে আভিমান
মুছে দিতে চাইছে আমাকে লেখা প্রিয় নাম
হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি
হৃদয় থেকে জলের মত ছলকে পরুক শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
হাতের আঙুল জড়িয়ে থাকে অমাবস্যার আকাশ
আঁধার কেনো অমন করে আমার দিকে তাকাস
তোর দুটি চোখ খুঁড়েছিলো কবর আমার জন্য
মান অবিনয় তুইতো ছিলি এক বনু আরণ্য
হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি
হৃদয় থেকে জলের মত ছলকে পরুক শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
বুকের ভিতর জলের মত ছলকে পরছে শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
মেঘের জলে মন যদি তোর হতো মেঘের মত
আমার মতো তুইও জলে ভাসতি অবিরত
হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক না ঝুম বৃষ্টি
কুয়াশাতে যাক না ভিজে যাযাবর বৃষ্টি
হৃদয় থেকে জলের মত ছলকে পরুক শোক
চাইছি আমি আজ এখনি ঝুম বৃষ্টি হোক
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)