RECALL
দীর্ঘশ্বাস | Dhirghoshash - Recall | Lyrics
মাঝে মাঝে অভিমানে
নিজের কাছে আনমনে
বলে উঠি নির্জনে
কেনো ভালোবাসো না আমায়?
কেনো ভালোবাসো না আমায়?
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি
দু'নয়নের বৃষ্টি চুমি
তখনো সুধায় জগত ভূমি
কেনো ভালোবাসো না আমায়?
কেনো ভালোবাসো না আমায়?
এমনই শত দীর্ঘশ্বাস
মনের ক্ষতয় থাকছে চাপা
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ
কেনো ভালোবাসো না আমায়?
কেনো ভালোবাসো না আমায়?
Posted: Wednesday, February 20, 2019
নিজের কাছে আনমনে
বলে উঠি নির্জনে
কেনো ভালোবাসো না আমায়?
কেনো ভালোবাসো না আমায়?
মাঝে মাঝেতেই নিঃসঙ্গ আমি
দু'নয়নের বৃষ্টি চুমি
তখনো সুধায় জগত ভূমি
কেনো ভালোবাসো না আমায়?
কেনো ভালোবাসো না আমায়?
এমনই শত দীর্ঘশ্বাস
মনের ক্ষতয় থাকছে চাপা
মাঝেতে শুধুই জ্বলছে প্রহাশ
কেনো ভালোবাসো না আমায়?
কেনো ভালোবাসো না আমায়?
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)