MILES

প্রিয়তমা মেঘ | Priotoma Megh - Miles | Lyrics

তুমি ফুল নাকি প্রজাপতি
কি নামে ডাকি
রাতের আগুন জ্বলে
রাত জোনাকি

চোখেরি আলোয় আঁকা
পদ্দ পাতা জল
স্বপ্ন কাকণ বাজে
বাজে শতদল

প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও

কোলাহলে কেনো তুমি এসেছো
বসন্তে মাতাল কেনো ঘুম ভেঙ্গেছো
রুপালী আলো মেখে হেসেছিলো চাঁদ
স্বপ্ন আপন ভেবে হেসেছিলো রাত

প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও

Posted: Saturday, February 23, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)