MILES
প্রিয়তমা মেঘ | Priotoma Megh - Miles | Lyrics
তুমি ফুল নাকি প্রজাপতি
কি নামে ডাকি
রাতের আগুন জ্বলে
রাত জোনাকি
চোখেরি আলোয় আঁকা
পদ্দ পাতা জল
স্বপ্ন কাকণ বাজে
বাজে শতদল
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
কোলাহলে কেনো তুমি এসেছো
বসন্তে মাতাল কেনো ঘুম ভেঙ্গেছো
রুপালী আলো মেখে হেসেছিলো চাঁদ
স্বপ্ন আপন ভেবে হেসেছিলো রাত
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
Posted: Saturday, February 23, 2019
কি নামে ডাকি
রাতের আগুন জ্বলে
রাত জোনাকি
চোখেরি আলোয় আঁকা
পদ্দ পাতা জল
স্বপ্ন কাকণ বাজে
বাজে শতদল
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
কোলাহলে কেনো তুমি এসেছো
বসন্তে মাতাল কেনো ঘুম ভেঙ্গেছো
রুপালী আলো মেখে হেসেছিলো চাঁদ
স্বপ্ন আপন ভেবে হেসেছিলো রাত
প্রিয়তমা মেঘ, বৃষ্টি হয়ে ছুঁয়ে যাও
প্রিয়তমা রোদ, ঊষ্ণতায় ছুঁয়ে দাও
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)