Balam
অঝোর বৃষ্টি | Ajhor Brishti - Balam | Lyrics
#Song: Ajhor Brishti
#Artist: Balam
#Album: Balam Feat. Julee
#Lyrics -
ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
হালকা আঁধার দিচ্ছে ঘিরে
আবছা আলো নিচ্ছে ছুঁয়ে
অল্প করে হোক না শুরু
ভালোবাসা এখনও ভীরু
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
ডাকছে সময় পিছু বলবে কি মন কিছু
নিবিড় এই ভালোবাসা
জড়াল কিছু আশা
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
Posted: Saturday, February 23, 2019
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
হালকা আঁধার দিচ্ছে ঘিরে
আবছা আলো নিচ্ছে ছুঁয়ে
অল্প করে হোক না শুরু
ভালোবাসা এখনও ভীরু
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
ডাকছে সময় পিছু বলবে কি মন কিছু
নিবিড় এই ভালোবাসা
জড়াল কিছু আশা
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
ভেজা সন্ধ্যা অঝোর বৃষ্টি
দূর আকাশে মেঘের প্রতিধ্বনি
বাদলে ঘিরেছে আকাশ বইছে বাতাস
আড়ালে দাঁড়িয়ে তুমি আর আমি
হয়নি বলা কোন কথা
শুধু হয়েছে অনুভূতি
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
Nice song
ReplyDelete