HABIB

এখনি নামবে বৃষ্টি | Ekhuni Nambe Brishti - Habib | Lyrics

একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি
মেঘে আকাশ থমথম
নীড়ে ফিরে যাচ্ছে পাখি
একটু দাড়াবে কি
এখনি নামবে বৃষ্টি

খেয়ালী আকাশের বুকে
ফুটে থাকা তারার মেলা
ঢেকে দিয়ে যাচ্ছে যেন
কালো কালো মেঘের ভেলা
এখনই যেও না তুমি
ভালোবাসার অনেক বাকি
একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি

চার দিকে নামছে আধাঁর
থাকো না আরো কিছুক্ষণ
ভালোবেসে যাব দুজনে
ঝরে যাবে ব্যাথার শ্রাবণ

এখনই যেও না তুমি
ভালোবাসার অনেক বাকি
একটু দাঁড়াবে কি
এখনি নামবে বৃষ্টি

Posted: Saturday, February 23, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)