Best Bangla Collection
আজ এই বৃষ্টির কান্না দেখে | Aaj Ei Brishtir Kanna Dekhe - Niaz Mohammad | Lyrics
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে
লুখিয়েছিলে ওই মুখ
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কতদূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে
লুখিয়েছিলে ওই মুখ
Posted: Saturday, February 23, 2019
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে
লুখিয়েছিলে ওই মুখ
বেদনাকে সাথী করে
পাখা মেলে দিয়েছো তুমি
কতদূরে যাবে বলো
তোমার পথের সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
একাকিনী আছো বসে
পথ ভুলে গিয়েছো তুমি
কোন দূরে যাবে বলো
তোমার চলার সাথী হবো আমি
আজ এই বৃষ্টির কান্না দেখে
মনে পড়লো তোমায়
অশ্রু ভরা দুটি চোখ
তুমি ব্যাথার কাজল মেখে
লুখিয়েছিলে ওই মুখ
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)