Anupam Roy

একবার বল | Ekbar Bol - Anupam | Lyrics

Movie: Baishe Srabon (2011)

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ
সেখানে মুখ ডুবিয়ে খুঁজতে চাওয়া
আমারই অভ্যেস
যেখানে রোদ পালানো
বিকেল বেলার ঘ্রাণ
সেখানেই ছুটবো ভাবি
গিলবো গল্প ভুল হবে বানান

এই বুঝি ফস্কালো হাত আর
কালো রাত করে সময় গেল আয়োজনে
প্রত্যেক দিন ভয় পাওয়া
সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে

একবার বল নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই

যেভাবে দৃশ্য অনেক গিলছে আমায় রোজ
সেভাবেই আড়াল পেলে ভাঙছি আমি
হচ্ছি যে নিখোঁজ
যেখানে ডাক পাঠালে মৃত দেহের ভিড়ে
সেখানেই তুলছি ছবি টলছি নেশায়
আসছি আবার ফিরে

এই বুঝি ফস্কালো হাত আর
কালো রাত করে সময় গেল আয়োজনে
প্রত্যেক দিন ভয় পাওয়া
সব ইচ্ছেগুলো অনেক ঝড়ের শব্দ শোনে

আজ শেষমেশ নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই

একবার বল, একবার বল
একবার বল নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই
আজ শেষমেশ নেই তোর কেউ নেই
কেউ নেই, কেউ নেই
একবার বল নেই তোর কেউ নেই,
তোর কেউ নেই

Posted: Sunday, February 17, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)