James
সাদা কালো | Shada Kalo - James | Lyrics
তুমি বলো বৃষ্টি পড়ছে
তুমি হাসো তাই দেখে
কেনো বুঝিনা
আমি বলি আকাশ কাঁদছে
আকাশেরও আছে দুঃখ
কিছু না বলা কথা
বোঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙিন
থেকে যায় সাদা কালো
সূর্যের অপমানে
আকাশে যখন জমে কালো মেঘ
আমি বলি আকাশ বিরহে কাঁতর
পেতে চায় মাটির আদর
বোঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙিন
থেকে যায় সাদা কালো
বজ্রের হুংকারে
আকাশ যখন লুকায় মাটিতে
আমি বলি আকাশ স্বপ্ন দেখে
মাটিকে বু্কে রেখে
বোঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙিন
থেকে যায় সাদা কালো
Posted: Thursday, February 28, 2019
তুমি হাসো তাই দেখে
কেনো বুঝিনা
আমি বলি আকাশ কাঁদছে
আকাশেরও আছে দুঃখ
কিছু না বলা কথা
বোঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙিন
থেকে যায় সাদা কালো
সূর্যের অপমানে
আকাশে যখন জমে কালো মেঘ
আমি বলি আকাশ বিরহে কাঁতর
পেতে চায় মাটির আদর
বোঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙিন
থেকে যায় সাদা কালো
বজ্রের হুংকারে
আকাশ যখন লুকায় মাটিতে
আমি বলি আকাশ স্বপ্ন দেখে
মাটিকে বু্কে রেখে
বোঝাতে পারিনা তোমায়
তাই স্বপ্ন আমার হয়না রঙিন
থেকে যায় সাদা কালো
Post By: FarhaN Fahidur Rahim
2 মন্তব্য(গুলি)
marzuk rasel is Best
ReplyDeleteমারজুক রাসেল ভাই এর লেখা গান গুলো অনেক অসাধারন !!
ReplyDelete