- Bangla Movie Song -
আগুনের দিন শেষ হবে একদিন | Aguner Din Sesh Hobe Ekdin - Kumar Sanu & Kavita Krishnamurthy | Lyrics
#Song: Aguner Din Sesh Hobe Ekdin
#Artist: Kumar Sanu & Kavita Krishnamurthy
#Movie: Ami Shei Meye
#Lyrics -
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোছনায় নীল হবে অমনি
সে আলোর পথ ধরে চলবে
সেই যাত্রায় কেনো হায়
ভয় হয় নিশিদিন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
জোনাকির গান বুঝি থামলো
চাঁদনী যে লুকালো আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দুটি হাত বাড়ালে
এই ভুবন যে নুতন
এই স্বপন চিরদিন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
Posted: Tuesday, March 26, 2019
#Artist: Kumar Sanu & Kavita Krishnamurthy
#Movie: Ami Shei Meye
#Lyrics -
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
হৃদয়ে জ্বলছে যে বহ্নি
সে একদিন তারা হয়ে জ্বলবে
জোছনায় নীল হবে অমনি
সে আলোর পথ ধরে চলবে
সেই যাত্রায় কেনো হায়
ভয় হয় নিশিদিন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
জোনাকির গান বুঝি থামলো
চাঁদনী যে লুকালো আড়ালে
শিশিরে স্নান করে ভোর হয়
তুমি এসে দুটি হাত বাড়ালে
এই ভুবন যে নুতন
এই স্বপন চিরদিন
আগুনের দিন শেষ হবে একদিন
ঝরণার সাথে গান হবে একদিন
এই পৃথিবী ছেড়ে চলো যাই
স্বপ্নের সিঁড়ি বেয়ে সীমাহীন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)