MECHANIX

Elegy - Mechanix | Lyrics

#Song: Elegy 
#Album: Rock 909 Mixed Album
#Band: Mechanix
#Lyrics-

কেউ আর কারো চোখে দৃষ্টি রাখে না
নিবন্ধিত নয় কেউ আর কাহারো পাঠে
কেউ আর কাহারও হয় না জানা
কাহারো হবেনা তো জানা

সময় দারিদ্রে ক্লিষ্ট মানুষের মন
বন্ধ জানালায় আঁকা স্তব্ধ জীবন
মুক্ত করে দাও

পুরনো পথ ভুলে যেতেই
নতুন পথের প্রয়োজন
চোখে নেই চোখ আর তৃষ্ণার ঘটনা
ধুলো ভালোবেসে আহা
আমরা কি আর পথিক হবো না
নিবন্ধিত নই কেউ কাহারো পাঠে
কেউ আর কাহারেও হবেনা তো জানা

সময় দারিদ্রে ক্লিষ্ট মানুষের মন
বন্ধ জানালায় আঁকা স্তব্ধ জীবন
মুক্ত করে দাও

এখন জীবন মানে
বায়বীয় পৃথিবীতে কথা হয়না মুখোমুখি
এখন জীবন মানে
কারো সাথে কারো কথা হয়না মুখোমুখি

সময় দারিদ্রে ক্লিষ্ট মানুষের মন
বন্ধ জানালায় আঁকা স্তব্ধ জীবন
মুক্ত করে দাও

Posted: Tuesday, March 19, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)