Tahsan
তোমায় ঘিরে | Tomay Ghire - Tahsan | Lyrics
#Song: Tomay Ghire
#Album: Uddessho Nei
#Vocal: Tahsan & Kona
#Lyrics-
তোমায় ঘিরে যে ভালোলাগা
হয়নি বলা ভাষায়
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসোনা ফিরে হৃদয়ে
সময় জুড়ে শুধু শূন্যতা নিরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি
হারাবো কখনও তোমায় এভাবে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসোনা ফিরে হৃদয়ে
মনের আকাশে মেঘের ভেলা
বেদনার বৃষ্টি ঝরে
এতো কাছে ছিলে তবুও
পারিনি কেন তোমায় বোঝাতে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসোনা ফিরে হৃদয়ে
Posted: Friday, March 22, 2019
#Album: Uddessho Nei
#Vocal: Tahsan & Kona
#Lyrics-
তোমায় ঘিরে যে ভালোলাগা
হয়নি বলা ভাষায়
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসোনা ফিরে হৃদয়ে
সময় জুড়ে শুধু শূন্যতা নিরবে ছুঁয়ে থাকে
ভুলেও আমি ভাবিনি
হারাবো কখনও তোমায় এভাবে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসোনা ফিরে হৃদয়ে
মনের আকাশে মেঘের ভেলা
বেদনার বৃষ্টি ঝরে
এতো কাছে ছিলে তবুও
পারিনি কেন তোমায় বোঝাতে
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসোনা ফিরে হৃদয়ে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)