NACHIKETA

পাগলা জগাই | Pagla Jogai - Nachiketa | Lyrics

#Song : Pagla Jogai
#Artist : Nachiketa
#Album : Daybhar

#Lyrics - 

নিশি কালো রাতটার
পিচকালো রাস্তাতে
চিঁড়ে দিয়ে ছুটে চলে ট্রাক

কোণ চোখো ড্রাইভার চলে চাকা পরিবার
ফেলে আসা পথ হতবাক
সস্তার মদ খেয়ে ট্রাকের ছাদেতে শুয়ে
তারা গুনে ভবঘুরে হেল্পার পাগলা জগাই
রাত বলে যায় যায় ডাক দিয়ে যায়

ভূতুরে গাছের ছায়া ফেলে আসা মহুমায়া
ঝাঁক বাঁধে জগাইয়ের চোখে
জগাই তবুও হাসে নেশা করে অবকাশে
তারা গোনে আনন্দের শোকে
হয়তো মনের কোনে জীবনের সুদ গোনে
বেহিসাবি জীবনের হাতে গোনা টাকা আনা পাই
রাত বলে যায় যায় ডাক দিয়ে যায়

ফেলে আসা তার গ্রাম
আরও কত শত নাম
ধূসর পথের ধুলো মেখে
তবে কি সেখানে কেউ
পথ চেয়ে বসে আজও
আঁখি জলে আলপনা এঁকে
জগাই নির্বিকার আকশাটা চোখে তার
পিছু ফিরে দেখা বা ভাবনার নেইকো বালাই
রাত বলে যায় যায় ডাক দিয়ে যায়

কখনো হিংসে হয় অবকাশে অসময়
আমি কি জগাই হতে পারি
আমিও তো তারা গুনি
আকাশকে কাছে টানি
আমিও কি দিতে পারি পাড়ি
আসলেতো আমি লোভী
মন ধনে টাকা কড়ি
পারবনা হতে আমি হেল্পার মুক্ত জগাই
রাত বলে যায় যায় ডাক দিয়ে যায়

Posted: Tuesday, March 26, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)