Rupam Islam
শাওনে বা ভাদরে | Shaone Ba Bhadore - Rupam Islam | Lyrics
কেনো মাঝে মাঝে তোর সাথে
চেনা রাস্তা বা ঘুর পথে
শুধু লুকিয়ে পরতে চাই
আধো আধো অধরা আলোতে
কেনো এঁকে ফেলি নিজেকে
ফের ঢেকে ফেলি নিজেকে
হয়তো নিয়ম এটাই
কিছু কিছু বেসে যাওয়া ভালোতে
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে
জানি.. না জানি, কি জানি
কতটা ওদিকে ওঠে, মন কেমন
শুধু জানি.. অভিমানী, এক কাহিনী
তিলে তিলে বেড়ে ওঠা খুব গোপন
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে
আমি.. অনামী, বেনামী
চিঠিতে মাটিতে লিখে রাখি যত গান
আসে.. বারোমাসে, উপহাসে,
দিনেরা রাতে ও ভোরে চলে অভিধান
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে
Posted: Monday, March 11, 2019
চেনা রাস্তা বা ঘুর পথে
শুধু লুকিয়ে পরতে চাই
আধো আধো অধরা আলোতে
কেনো এঁকে ফেলি নিজেকে
ফের ঢেকে ফেলি নিজেকে
হয়তো নিয়ম এটাই
কিছু কিছু বেসে যাওয়া ভালোতে
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে
জানি.. না জানি, কি জানি
কতটা ওদিকে ওঠে, মন কেমন
শুধু জানি.. অভিমানী, এক কাহিনী
তিলে তিলে বেড়ে ওঠা খুব গোপন
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে
আমি.. অনামী, বেনামী
চিঠিতে মাটিতে লিখে রাখি যত গান
আসে.. বারোমাসে, উপহাসে,
দিনেরা রাতে ও ভোরে চলে অভিধান
বলা হয়তো ওঠেনি যত কথা ছিল হয়ে
মেলা হয়তো বসেনি দুজনের পাড়া ছুঁয়ে
তাতে কি আসে যায় আসলে
শাওনে বা ভাদরে
তোকে রাখবো আদরে
দেয়া কোনো নাম ধরে
তোকে ঢাকবো চাদরে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)