NACHIKETA

সোনালী প্রান্তরে | Shonali Prantore - Nachiketa | Lyrics

#Song: Shonali Paratore
#Artist: Nachiketa
#Movie: Hothat Brishti
#Lyrics -

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
দখিনা পবনেতে অন্ধ আবেগে
থাকে না মন ঘরে

বারে বারে যেনো আসি ফিরে এমন দেশে
উষ্ণ বালির বুকে সূর্য যেথায় ওঠেন হেসে

ভালোবাসা কত আশা ছড়ানো এ বাতাসে
স্বপ্নমাখা মেঘের নকশা ঝড়ানো এ আকাশে
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

আজ নতুন সাজে এলো যে বৈশাখী এরা
হাতেতে যেনো থাকে ও সুজন তোমারই হাত
ও আজ নতুন সাজে এলো যে বৈশাখী এরা
হাতেতে যেনো থাকে ও সুজন তোমারই হাত

উষ্ণ মরুর শুকনো বুকে থাকে বাতাস ছবি
দিবারাত্রি যেনো কাব্য লিখে যায় কোন সে কবি
স্বপ্ন জড়ানো মন চেয়ে থাকে অনুক্ষণ
এ কথা জানায় বারে বারে

সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে
সোনালী প্রান্তরে ভ্রোমরার গুঞ্জরে

Posted: Monday, March 25, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)