VIKINGS
ক্রোধ | Krodh - Vikings | Lyrics
#Song: Krodh
#Album: Boyosh Jokhon Ekush
#Band: Vikings
#Lyrics-
কোন নিঃস্ব দিনের ক্রোধ
বুকে আগলে রাখা রোদ
পাড়ি দিচ্ছে দৌড়ে আঁধার
কোন ব্যর্থ স্বপ্নের ভয়
আর আবছায়া সংশয়
আমি মুখ লুকিয়ে আবার
ডুবে যাচ্ছি প্রার্থনায়
আর মিথ্যে কল্পনায়
আমি ফিরতে চাইছি আলোয়
নষ্ট সুখে বাড়ছে রাতের ক্ষত
স্পষ্ট চোখে জমছে বৃষ্টি শত
নষ্ট সুখে বাড়ছে রাতের ক্ষত
নিঃস্ব দিনের ক্রোধ সব যতো
কোন পূর্বজন্মের স্বাদ
অসমাপ্ত আর্তনাদ
জেগে উঠছে ভেঙ্গে আড়াল
কোন ঘৃণ্য পাপের রেশ
ঘিরে আসছে অবশেষ
আজ প্রায়শ্চিত্তের দেয়াল
আমি গুনছি রক্তের ঢেউ
যদি আঁকড়ে ডাকতো কেউ
আমি ফিরতে চাইতাম - ভালোয়
Posted: Wednesday, April 10, 2019
#Album: Boyosh Jokhon Ekush
#Band: Vikings
#Lyrics-
কোন নিঃস্ব দিনের ক্রোধ
বুকে আগলে রাখা রোদ
পাড়ি দিচ্ছে দৌড়ে আঁধার
কোন ব্যর্থ স্বপ্নের ভয়
আর আবছায়া সংশয়
আমি মুখ লুকিয়ে আবার
ডুবে যাচ্ছি প্রার্থনায়
আর মিথ্যে কল্পনায়
আমি ফিরতে চাইছি আলোয়
নষ্ট সুখে বাড়ছে রাতের ক্ষত
স্পষ্ট চোখে জমছে বৃষ্টি শত
নষ্ট সুখে বাড়ছে রাতের ক্ষত
নিঃস্ব দিনের ক্রোধ সব যতো
কোন পূর্বজন্মের স্বাদ
অসমাপ্ত আর্তনাদ
জেগে উঠছে ভেঙ্গে আড়াল
কোন ঘৃণ্য পাপের রেশ
ঘিরে আসছে অবশেষ
আজ প্রায়শ্চিত্তের দেয়াল
আমি গুনছি রক্তের ঢেউ
যদি আঁকড়ে ডাকতো কেউ
আমি ফিরতে চাইতাম - ভালোয়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)