VIKINGS

ভালোবাসি যারে | Valobashi Jare - Vikings | Lyrics

#Song: Bhalobashi Jare
#Album: OffBeat
#Band: Vikings
#Lyrics-

ভালোবাসি যারে তার হতে কি
দূরে যেতে পারি আমি
ভালোবাসি যারে

ভালোবাসি যারে সারাটি রাত ধরে
স্বপ্ন আঁখি জুড়ে ভালোবাসি যারে

ভালোবাসি যারে তার হতে কি
দূরে যেতে পারি আমি
ভালোবাসি যারে

আজ ভালোবাসার দিনে
জানিয়ে দিলাম তোমায়
পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আজ
তোমার তরে, ভালোবাসি যারে

একটু কষ্ট ছোট ছোট ব্যাথা সয়ে
অগণিত সুখে প্রদীপ জ্বালি আমি
ক্লান্ত পথ আর কিছু স্বপ্ন এঁকে
বোঝাপড়া শুধু রাতের সাথে আমার
অল্প পাওয়া আর অন্তহীন চাওয়ায়
ছুটে যাবো আজ ভেঙ্গে বাঁধা সব
কষ্ঠহীন অজানায়

আজ ভালোবাসার দিনে
জানিয়ে দিলাম তোমায়
পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আজ
তোমার তরে, ভালোবাসি যারে

আলতো ছোঁয়া
তোমার অধরে আঁকি
স্বযতনে রংধনুরই রঙে যত

খুব কাছে গভীর নিঃশ্বাসে তাপে
বুঝি আমি একা নইতো এখন দুজন
একটু চাওয়া সীমাহীন পাওয়ায় বেঁধে
ভেসে যাব আজ খুঁজে দেব সব
পৃথিবীর সব পূর্ণতায়

আজ ভালোবাসার দিনে
জানিয়ে দিলাম তোমায়
পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আজ
তোমার তরে

ভালোবাসি যারে তার হতে কি
দূরে যেতে পারি আমি ভালোবাসি যারে
ভালোবাসি যারে সারাটি রাত ধরে
স্বপ্ন আঁখি জুড়ে ভালোবাসি যারে

আজ ভালোবাসার দিনে
জানিয়ে দিলাম তোমায়
পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা আজ
তোমার তরে, তোমার তরে

ভালোবাসার দিনে
জানিয়ে দিলাম তোমায়
পৃথিবীর শ্রেষ্ঠ ভালবাসা আজ
তোমার তরে, হুম ভালোবাসি যারে

Posted: Wednesday, April 10, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)