HABIB

দিন গেলো | Din Gelo - Habib | Lyrics

#Song: Din Gelo
#Artist: Habib 
#Album: Moina Go
#Lyrics-

দিন গেল তোমার পথ চাহিয়া
মন পোড়ে সখি গো কার লাগিয়া
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও…ও…ও…
দিন গেল তোমার পথ চাহিয়া

যার লাগি তরী বেয়ে যায়
জীবন গতি সেই জনা কি রেখেছে খবর
কার তরে গান গেয়ে যাই অচেনা সুরে
বুঝি না কে বা আপন কে বা পর

যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও যারে হায় এই মনে চায়
জীবনে পাব কি তার দেখা
সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও…ও…ও…
দিন গেল তোমার পথ চাহিয়া

যারে ভাবি প্রতি রাতে
কার ইশারাতে
তোমারে খুঁজে যাই স্বপনে
আশার পথ চেয়ে রই প্রতিটি প্রহর
কখনো বা শ্রাবণ আনমনে
যার কথা মন ভেবে যায়
যার ছবি মন এঁকে যায়
ও…যারে হায় এই মনে চায়
জীবনে পাব কি তার দেখা

সহে না যাতনা তোমারো আশায় বসিয়া
মানে না কিছুতে মন আমার যায় যে কাঁদিয়া
পুড়ি আমি আগুনে
ও…ও…ও…
দিন গেল তোমার পথ চাহিয়া

Posted: Wednesday, April 17, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)