TRIMATRA
অবুঝ বাড়াবাড়ি | Obujh Barabari - Trimatra | Lyrics
#Song: Obujh Barabari
#Album: Agamikaler Shurjo
#Band: Trimatra
#Lyrics-
আমি তোর আশাতে নিঃস্ব হবো
মন ভাসাবো মনে
মন গহীনের ভাবনা হবো
নিমজ্জিত ধ্যানে
তোর ভাবনার সুরেই আমার
সুখের বসত বাড়ি
তুইতো আমার সাধন বিধান
তোর আগুনেই পুড়ি
তোর আকাশে দমকা বাতাস
আমার পরিপাটি
স্বপ্নগুলো উড়িয়ে তবু
তোর আঙিনায় হাঁটি
হোকনা যতই মন আকাশে
মেঘের ওড়াউড়ি
তুইতো আমার সাধন বিধান
তোর আকাশেই উড়ি
তোর আশাতে বর্ষা নামে
আমার বিরান বুকে
অবাক হয়ে তাকিয়ে থাকি
মগ্ন তোর দু'চোখে
হোকনা আমার ভুল ভাবনা
অবুঝ বাড়াবাড়ি
Posted: Thursday, May 2, 2019
#Album: Agamikaler Shurjo
#Band: Trimatra
#Lyrics-
আমি তোর আশাতে নিঃস্ব হবো
মন ভাসাবো মনে
মন গহীনের ভাবনা হবো
নিমজ্জিত ধ্যানে
তোর ভাবনার সুরেই আমার
সুখের বসত বাড়ি
তুইতো আমার সাধন বিধান
তোর আগুনেই পুড়ি
তোর আকাশে দমকা বাতাস
আমার পরিপাটি
স্বপ্নগুলো উড়িয়ে তবু
তোর আঙিনায় হাঁটি
হোকনা যতই মন আকাশে
মেঘের ওড়াউড়ি
তুইতো আমার সাধন বিধান
তোর আকাশেই উড়ি
তোর আশাতে বর্ষা নামে
আমার বিরান বুকে
অবাক হয়ে তাকিয়ে থাকি
মগ্ন তোর দু'চোখে
হোকনা আমার ভুল ভাবনা
অবুঝ বাড়াবাড়ি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)