TRIMATRA
বৃষ্টির ধরণী | Brishtir Dhoroni - Trimatra | Lyrics
#Song: Brishtir Dhoroni
#Album: Agamikaler Shurjo
#Band: Trimatra
#Lyrics-
আমি সুখের বদলে দুঃখ নিবোনা
তোমাকে পারি নিতে
আমি আমার বদলে আগুন নিবোনা
বৃষ্টির ধরণীতে
যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে
ফিরেই চলে যাই
তবে স্নান করে নেবো
তোমার চোখের আসন্ন বরষায়
কত অজানা কুয়াশা মেঘ হয়ে হয়ে
ডেকেছিল বার বার
কত অলীক চোখেরা স্বপ্ন দেখালো
বৃষ্টি হয়ে যাবার
আমি ঠায় বসে আছি আমার পথের
আঁধার শমনীতে
শুধু এঁকেবেঁকে চলে স্বপনের ধারা
আমার ধমনীতে
তুমি চলে যেতে পারো আকাশের বুকে
যেখানে মেঘেরা শান্ত
তুমি মুড়ে দিতে পারো বর্ষাতি দিয়ে
মেঘেদের জলপ্রান্ত
আমি চোখ বুঝে বুঝে ভেবে নেবো আজ
আকাশের তরণীতে
আসেনি মেঘেরা আমাকে ভেজাতে
আসেনি আমাকে নিতে
Posted: Thursday, May 2, 2019
#Album: Agamikaler Shurjo
#Band: Trimatra
#Lyrics-
আমি সুখের বদলে দুঃখ নিবোনা
তোমাকে পারি নিতে
আমি আমার বদলে আগুন নিবোনা
বৃষ্টির ধরণীতে
যদি সারাদিন ধরে মেঘ চেয়ে চেয়ে
ফিরেই চলে যাই
তবে স্নান করে নেবো
তোমার চোখের আসন্ন বরষায়
কত অজানা কুয়াশা মেঘ হয়ে হয়ে
ডেকেছিল বার বার
কত অলীক চোখেরা স্বপ্ন দেখালো
বৃষ্টি হয়ে যাবার
আমি ঠায় বসে আছি আমার পথের
আঁধার শমনীতে
শুধু এঁকেবেঁকে চলে স্বপনের ধারা
আমার ধমনীতে
তুমি চলে যেতে পারো আকাশের বুকে
যেখানে মেঘেরা শান্ত
তুমি মুড়ে দিতে পারো বর্ষাতি দিয়ে
মেঘেদের জলপ্রান্ত
আমি চোখ বুঝে বুঝে ভেবে নেবো আজ
আকাশের তরণীতে
আসেনি মেঘেরা আমাকে ভেজাতে
আসেনি আমাকে নিতে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)