Arnob
চাঁদ নেমে আসে | Chad Neme Ashe - Arnob | Lyrics
#Song: Chad Neme Ashe
#Artist: Arnob
#Album: Prayer Hall
#Lyrics-
চাঁদ নেমে আসে
আমার জানলার পাশে
ঘুম ছুঁয়ে ভাসে চাঁদেরই গান
দূর থেকে যদি ডাকে তারা
রাত ঘুম হবে দিশেহারা
সবটুকু আঁধারে পাড়ে
গান হবে সারা
চাঁদ নেমে আসে
আমার জানলার পাশে
ঘুম ছুঁয়ে ভাসে চাঁদেরই গান
যতটুকু রাত থাকে বাকি
চাঁদ নিয়ে একা জেগে থাকি
আঁধার জমিয়ে রাখে নীল
সকালেরই গান
চাঁদ নেমে আসে
আমার জানলার পাশে
ঘুম ছুঁয়ে ভাসে চাঁদেরই গান
Posted: Wednesday, May 8, 2019
#Artist: Arnob
#Album: Prayer Hall
#Lyrics-
চাঁদ নেমে আসে
আমার জানলার পাশে
ঘুম ছুঁয়ে ভাসে চাঁদেরই গান
দূর থেকে যদি ডাকে তারা
রাত ঘুম হবে দিশেহারা
সবটুকু আঁধারে পাড়ে
গান হবে সারা
চাঁদ নেমে আসে
আমার জানলার পাশে
ঘুম ছুঁয়ে ভাসে চাঁদেরই গান
যতটুকু রাত থাকে বাকি
চাঁদ নিয়ে একা জেগে থাকি
আঁধার জমিয়ে রাখে নীল
সকালেরই গান
চাঁদ নেমে আসে
আমার জানলার পাশে
ঘুম ছুঁয়ে ভাসে চাঁদেরই গান
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)