Mixed Mp3 Songs

চিঠি | Chithi - Arfin Rumey & Nancy | Lyrics

#Song: Chithi
#Artist: Arfin Rumey & Nancy
#Album: Eito Bhalobasha
#Lyrics-

বাতাসে কান পেতে থাকি
এই বুঝি ডাকছো তুমি
আকাশে চোঁখ মেলে থাকি
এই বুঝি পাঠালে চিঠি

একবার বলি বার বার বলি
বলি যে লক্ষ্য বার
তুমি আমার প্রিয়তমা
তুমি যে আমার

তোমায় ছাড়া জীবন আমার জীবন সেতো নয়
তোমায় নিয়ে অনন্তকাল বাঁছতে ইচ্ছে হয়
তোমারি জন্য রেখেছি খুলে স্বপ্নেরি দুয়ার

একবার বলি বার বার বলি
বলি যে লক্ষ্য বার
তুমি আমার প্রিয়তমা
তুমি যে আমার

হূদয়েরি পাতায় পাতায় তোমারি নাম লিখা
তুমি ছাড়া পৃথিবীটা ভীষন একলা একা
তোমারি জন্য রেখেছি খুলে স্বপ্নেরি দুয়ার

একবার বলি বার বার বলি
বলি যে লক্ষ্য বার
তুমি আমার প্রিয়তমা
তুমি যে আমার

Posted: Wednesday, May 8, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)