Kolkata Movie Song
তোমার মনের ভেতর | Tomar Moner Bhetor - Vinci Da | Lyrics
#Song: Tomar Moner Bhetor
#Singer: Noble
#Movie: Vinci Da
#Lyrics -
তোমার মনের ভেতর যাই
মুখের ভিড়ে মুখোশ পাই
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন
তোমার চোখের ভেতর যাই
হাত দেখিয়ে ট্রেন থামাই
লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেনো
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন
তোমার ঘরের ভেতর যাই
চামড়া পোড়ার গন্ধ পাই
চারিদিকে তার অন্ধকার, চেপে ধরে
তোমার বুকের ভেতর যাই
খাঁচায় রাখা লালন সাই
মানব জনম হবে খতম, অপার হয়ে
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন
Posted: Sunday, June 16, 2019
#Singer: Noble
#Movie: Vinci Da
#Lyrics -
তোমার মনের ভেতর যাই
মুখের ভিড়ে মুখোশ পাই
ঘাসের ফাঁকে লুকিয়ে থাকে শিকারী যেন
তোমার চোখের ভেতর যাই
হাত দেখিয়ে ট্রেন থামাই
লুকোনো আঘাত, রক্তপাত থামে না কেনো
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন
তোমার ঘরের ভেতর যাই
চামড়া পোড়ার গন্ধ পাই
চারিদিকে তার অন্ধকার, চেপে ধরে
তোমার বুকের ভেতর যাই
খাঁচায় রাখা লালন সাই
মানব জনম হবে খতম, অপার হয়ে
তুমি দেখছো তাকে, ভাবছো যাকে
সে আসল মানুষ নয়
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে
সে বেঁচে আছে শহরের এক কোনে
সে মৃত মানুষের চিৎকার শোনে, প্রতিদিন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)