MILES

আজ জন্মদিন তোমার | Aj Jonmodin Tomar - Miles | Lyrics

#Song: Aaj Jonmodin Tomar
#Artist: Shafin Ahmed
#Composer: Prince Mahmud 
#Album: Dag Theke Jay
#Band: Miles
#Lyrics -

আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা
আজকের পৃথিবী তোমার জন্য
ভরে থাকা ভালো লাগায়
মুখরিত হবে দিন গানে গানে
আগামীর সম্ভাবনায়
তুমি এইদিনে পৃথিবীতে এসেছ
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার

তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
তোমার জন্য হাসে অগনন স্নিগ্ধ বিকেল
ভালোবাসা নিয়ে নিজে তুমি
ভালোবাসো সব সৃষ্টিকে

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার

তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ
আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত করো পৃথিবীকে

তুমি এইদিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরও সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার

Posted: Sunday, July 14, 2019
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)